সর্বশেষ

সাহিত্য

বৃথাই পণ্ডশ্রম

শাহ্ আলম
শাহ্ আলম

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আসিয়া ভবে দেখিয়া স্বপন
বানাইলি বাড়ি মনের মতন
আজরাঈল আসিয়া ধরবে রে যখন
চলবে না তোর ঐ টেলিফোন
বাঁইচা থাকার কারো গ্যারান্টি নাই
একদিন তোর হইব রে মরণ।

জমাইলি টাকা, ধন সম্পদ
কার সুখের আশে,
কাফনেরতো পকেট নেই
নিবি তোর সাথে।


কাজেই যদি না লাগে তোর
এত টাকা কড়ি,
হিসেব দিতে না পারলে
খাবিরে তুই ছড়ি।


জমিয়ে কী লাভ টাকা সম্পদ
যদি কাজে না লাগে,
যাদের জন্যে জমাইলি তুই
চলে যায় ভাগে ভাগে।


নিজের ঘরে হয় না জায়গা
ভাগ্যে বৃদ্ধাশ্রম,
অর্জিত সম্পদ কাজ দিল না
বৃথাই পণ্ডশ্রম।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন