সর্বশেষ

খেলা

চট্টগ্রামে আজ সিরিজের শেষ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি মাসে ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার আশা ছিল বাংলাদেশের সামনে।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ হেরে সেই ধারায় ছেদ পড়ল টাইগারদের।

দুই বছর আগেও ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো পারফরম্যান্সে ফিরেছিল বাংলাদেশ। জুলাইয়ে শ্রীলঙ্কাকে হারানোর পর টানা পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল লিটন দাসের দল। বিশেষ করে মরুভূমির বুকে আফগানদের ৩-০ ব্যবধানে হারিয়ে দলটি নতুন উদ্যমে মাঠে নামে।

কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় দুটি ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। তুলনামূলক দুর্বল অবস্থায় থাকা ওয়েস্ট ইন্ডিজ—যারা সম্প্রতি নেপালের কাছেও সিরিজ হেরেছিল—তাদের বিপক্ষে এমন পরাজয় হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের।

প্রথম ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের ব্যাটে লড়াইয়ে ফিরলেও জয়ের দেখা মেলেনি। ম্যাচ শেষে তানজিম জানান, “একজন স্বীকৃত ব্যাটার থাকলে ম্যাচটা অন্যরকম হতে পারত।”

দ্বিতীয় ম্যাচে বোলাররা দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে ১৪৯ রানে থামালেও ব্যাটারদের ব্যর্থতা সব ছাপিয়ে যায়। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ১৮ বলে ৩৩ রান দরকার থাকা অবস্থায় ধসে পড়ে ইনিংস। সেট ব্যাটার তানজিদ তামিম বলেন, “এমন উইকেটে সেট ব্যাটারদেরই খেলা শেষ করতে হয়। নতুন ব্যাটারদের জন্য উইকেটটা কঠিন ছিল।”

এদিকে একাদশ নির্বাচনে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তও প্রশ্ন তুলেছে অনেকে। আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলা নুরুল হাসান সোহানকে বসিয়ে খেলানো হয় জাকের আলী অনিককে, যিনি ১৭ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। এক বছর আগেই ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানো জাকের এখন নিজের ফর্ম খুঁজে ফিরছেন।

আজ সিরিজের শেষ ম্যাচে ধবলধোলাই এড়াতে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজ হারের ফলে বিশ্বকাপের আগে লিটন দাসদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন