সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ 

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি অফিসার আলি আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, আগাম শীতকালীন শাকসবজি চাষ সম্প্রসারণ ও কৃষকদের বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসাসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে।

এছাড়াও ধাপে ধাপে উপজেলার মোট ৯,১৫০ জন কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চীনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে কৃষকদের মাঝে মসুর, সরিষা ও বিভিন্ন শাকসবজির বীজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে রয়েছে এবং এই প্রণোদনা কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন