নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতা রানা হত্যার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান নান্নু খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর রাতে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামে মেয়ের জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নান্নু খাঁন শুক্তগ্রামের মৃত রাহেন খাঁনের ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মাসুদ রানা শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে গোরস্থান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের ভাই ওমর সানী বাদী হয়ে বুধবার (২৯ অক্টোবর) রাতে কালিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান নান্নু খাঁনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১১০ বার পড়া হয়েছে