প্রধান উপদেষ্টা দ্রুতই গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন: আসিফ নজরুল
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ১২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটের তারিখ ও আয়োজন সংক্রান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই প্রধান উপদেষ্টা নিজেই নেবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, ‘গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাই নেবেন। আমরা সবাই তাঁর সহায়তা করব। এটা কোনো একক ব্যক্তির বা পক্ষের সিদ্ধান্ত নয়- এটা নিশ্চিত থাকুন। খুব দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।’
বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপরীত অবস্থানের মধ্যে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা। জামায়াতে ইসলামী দাবি করেছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যদিকে বিএনপির অবস্থান, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে- এর বাইরে কোনো বিকল্প নেই।
এর আগে গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। ওই সুপারিশে বলা হয়, জুলাই সনদের বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করা যেতে পারে।
তবে বিএনপি অভিযোগ করেছে, কমিশনের সুপারিশে জুলাই সনদের বাইরে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়েছে, যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘২৭০ দিন ধরে আলোচনা-পর্যালোচনার পরও দলগুলোর মধ্যে যে অনৈক্য রয়ে গেছে, তা হতাশাজনক। এই পরিস্থিতিতে সমঝোতা দলিল পাশ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোকে পর্যাপ্ত সময় দিয়েছে। এখনো যদি তারা ঐকমত্যে না পৌঁছায়, তবে সেটা জুলাই সনদের চেতনার পরিপন্থী। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান চাপিয়ে দিতে চাইলে, তা তাদের ঐকমত্যহীনতাকেই প্রমাণ করে।’
জাতীয় নির্বাচনে এই অনৈক্যের প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘যে যাই বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজন করব। এতে কোনো অনিশ্চয়তা নেই।’
তিনি আরও যোগ করেন, ‘সংসদ নির্বাচনের পর সংস্কারের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের ওপরই বর্তাবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই। সরকার যতটা সম্ভব সংস্কারমূলক কাজ করবে, তবে তার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।’
১১২ বার পড়া হয়েছে