লিগ কাপের দুঃস্বপ্নে লিভারপুল, অ্যানফিল্ডে প্যালেসের কাছে ৩-০ গোলে বিদায়
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লিভারপুলের নতুন মৌসুম যেন দুঃস্বপ্নেই পরিণত হচ্ছে আর্নে স্লটের জন্য। গত মৌসুমে জার্গেন ক্লপের রেখে যাওয়া দল নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন ডাচ কোচটি, কিন্তু এবার নিজের ছোঁয়ায় সাজানো দল নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি তিনি।
বুধবার রাতে লিগ কাপে ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হার মেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই ইসমাইল সার জোড়া গোল করে (৪১ ও ৪৫ মিনিটে) অতিথি দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টায় ব্যর্থ রেডসরা শেষ সময়ে (৮৮ মিনিটে) জেরেমি পিনোর গোলে বড় ব্যবধানে হার স্বীকার করে নেয়।
প্রিমিয়ার লিগেও লিভারপুলের অবস্থা আশানুরূপ নয়। নয় ম্যাচে চারটি হেরে পয়েন্ট টেবিলে সাত নম্বরে অবস্থান করছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে অল রেডসরা। চ্যাম্পিয়ন্স লিগেও এক ম্যাচ হারের তিক্ততা পোহাতে হয়েছে স্লটের দলের।
একই রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টটেনহ্যাম হটস্পারও। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে শেষ ষোলোতেই থেমেছে স্পার্সদের পথচলা।
অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও চেলসি পা রেখেছে কোয়ার্টার ফাইনালে। সোয়ানসি সিটির বিপক্ষে আর্লিং হালান্ডকে ছাড়াই ৩-১ গোলে জিতেছে সিটি। গোল পেয়েছেন জেরেমি ডকু, ওমর মারমোউশ ও রায়ান সের্কি।
চেলসি নাটকীয় ম্যাচে ৪-৩ গোলে হারিয়েছে উলভসকে। ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ সময়ে দারুণ চাপের মুখে পড়ে ব্লুজরা। আন্দ্রে সান্তোস, জর্জ ও এস্তেভাও উইলিয়ামের গোলে এগিয়ে থাকা চেলসির হয়ে চতুর্থ গোলটি আসে ৮৯ মিনিটে। উলভস যোগ করা সময়ে আরেকটি গোল শোধ করলেও জয়ের হাসি চেলসিরই।
আর্সেনালও সহজ জয় পেয়েছে। নাওয়ানেরি ও বুকায়ো সাকার গোলে ব্রাইটনকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল।
১০৬ বার পড়া হয়েছে