খেলা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদ, হাসপাতালে ভর্তি
স্পোর্টস রিপোর্টার
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
রিয়াদের স্ত্রী জান্নাতুল কাউসার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীর অসুস্থতার খবর প্রকাশ করেন এবং ভক্ত-সমর্থকদের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেন।
তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তিনি বলেন, “রিয়াদ এখন অনেকটা ভালো আছেন এবং সুস্থতার পথে রয়েছেন।”
দেশের ক্রিকেটপ্রেমীরা এই অভিজ্ঞ ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করছেন।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর