গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা, নিহত ২ ফিলিস্তিনি
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় নতুন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় হওয়া এই হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল আগেই অস্ত্রবিরতি কার্যকর রাখার দাবি করেছিল, তবুও তারা নতুন করে বিমান হামলা চালিয়েছে। আল-শিফা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইসরাইলের দাবি, এই হামলা এমন একটি এলাকায় চালানো হয়েছে যেখানে অস্ত্র মজুত ছিল, যা তাদের সেনাদের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ তৈরি করছিল। তারা জানায়, হামলার লক্ষ্য ছিল হামাসের সিনিয়র যোদ্ধারা এবং এতে ‘ডজনখানেক’ যোদ্ধা নিহত হয়েছেন।
এই হামলা গাজার নাজুক অস্ত্রবিরতিকে নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে। এর আগে মঙ্গলবার দক্ষিণ গাজার রাফাতে এক ইসরাইলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘প্রতিশোধমূলক জোরালো হামলার’ নির্দেশ দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনায় ১০৪ জন নিহত হয়েছেন, অধিকাংশ নারী ও শিশু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরও অস্ত্রবিরতি ‘ঝুঁকির মুখে নেই’ উল্লেখ করেছেন। অন্যদিকে মধ্যস্থতাকারী কাতার হতাশা প্রকাশ করেছে, তবে তারা এখনো যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার বিষয়ে আশাবাদী।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজার বেসামরিক জনগণের ওপর ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন এবং এই হামলায় অনেক শিশু হতাহত হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে