ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের মধুপুর চৌরাস্তায় সদর উপজেলার ভূপতিপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।
বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন কৃষকদলের নেতা মানিক মোল্লার বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ‘অগ্রযাত্রা প্রতিদিন’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার পরিচালিত হচ্ছে। তারা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবলু ও লাবলুর রহমান বাবলু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মাফিরুল ইসলাম, ভূপতিপুর মারকাজ মসজিদের খতিব মুফতি আব্দুস সালাম, পোড়াহাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন আলমসহ আরও অনেকে।
১০৮ বার পড়া হয়েছে