খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের আহ্বান

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ২:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গুম ও হত্যার বিচারসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। 
সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ইসকন উগ্র হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হেফাজতের জেলা আমীর মাওলানা ক্বারী ওসমান গণীর সভাপতিত্বে ও জেলা অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় বিভিন্ন ইসলামী সংগঠনের শতাধিক আলেম-উলামা ও তৌহিদি জনতা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট শহিদ আলিফ হত্যার দ্রুত বিচার, গাজীপুরে মসজিদের খতিবকে গুম ও হত্যাচেষ্টার তদন্ত, এবং সারাদেশে মুসলিম নারীদের ওপর সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান। বক্তারা এসব ঘটনার সঙ্গে “ইসকন” জড়িত বলে অভিযোগ তোলেন।
এসময় বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা এম জামালুল হাসান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ইসকন দেশে উগ্রবাদী কার্যক্রমে জড়িত এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। তারা বলেন, এই সংগঠনের কর্মকাণ্ড রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে।
মানববন্ধনে হেফাজতের নেতারা সরকারকে ইসকনকে “উগ্র ও জঙ্গি সংগঠন” হিসেবে ঘোষণা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সারাদেশে ইসকনবিরোধী আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
১১১ বার পড়া হয়েছে