সর্বশেষ

জাতীয়

রাতে যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ বন্ধ মেট্রোরেল, সকালেই স্বাভাবিক 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মেট্রোরেল চলাচলে আবারও বিঘ্ন ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল।

তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সূত্র জানায়, ফার্মগেট এলাকার যেই স্থানে গত ২৬ অক্টোবর বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছিল, সেই অংশে বুধবার রাতে হালকা কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন নির্ধারিত সময়েই (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) চলাচল অব্যাহত ছিল।

এর আগে ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগস্থল থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেলে উত্তরা থেকে আগারগাঁও অংশে এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

দুর্ঘটনাস্থলে বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফার্মগেট স্টেশন এলাকায় গত তিন দিন ধরে ট্রেনের গতি সীমিত রাখা হয়েছিল।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন