শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে ‘চায়না দুয়ারি জাল’সহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গ্রিন কোয়ালিশন ও সম্মিলিত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে ‘চায়না দুয়ারি জাল’সহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গ্রিন কোয়ালিশন ও সম্মিলিত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এগ্রোইকোলজি ফান্ড ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষক, পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণরা অংশ নেন। তারা হাতে ‘চায়না দুয়ারি জাল বন্ধ করো’, ‘জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো’, ‘দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো’— এমন নানা শ্লোগানসংবলিত প্ল্যাকার্ড ধারণ করেন।
বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুকসহ প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে ও মারা যায়। এতে প্রজনন ব্যাহত হচ্ছে এবং দেশীয় প্রজাতির বিলুপ্তি ঘটছে। ফলে ক্ষুদ্র জেলেরা জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
তারা আরও বলেন, শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার নদী, খাল ও বিলগুলোতে এ ধরনের জালের অবাধ ব্যবহার জলজ পরিবেশের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে। বক্তারা অবিলম্বে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় চায়না দুয়ারি জালসহ সব ধরনের ক্ষতিকর বিদেশি জাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি অবৈধ জাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জেলেদের বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা গ্রিন কোয়ালিশনের সদস্য শেখ আফজালুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, পৌর গ্রিন কোয়ালিশনের সম্পাদক কিরন শঙ্কর চ্যাটার্জী, কৃষক নেতা দেবীরঞ্জন মন্ডল, আইসিএম কৃষক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, ডা. যোগেশ মন্ডল, জেলে নেতা গঙ্গারাম ধীবর, পরিবেশকর্মী গাজী আর ইমরান, কৃষাণী কোহিনুর বেগমসহ অনেকে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জাতীয় মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
১১০ বার পড়া হয়েছে