সর্বশেষ

সারাদেশ

নড়াইলের কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রতিনিধি

বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা (৪৬)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত মাসুদ রানার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ রানা উপজেলার শুক্তগ্রাম এলাকার সবুর শেখের ছেলে।

কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ডালিম হাসান বলেন, “আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন