সর্বশেষ

খেলা

রাওয়ালপিন্ডিতে প্রোটিয়াদের কাছে পাকিস্তানের লজ্জাজনক হার

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক পাকিস্তান।

প্রোটিয়াদের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারেই ১৩৯ রানে গুটিয়ে যায় বাবর আজমহীন পাকিস্তান দল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ভিত্তি গড়েন ওপেনার রিজা হেন্ড্রিকস, যিনি খেলেন ৬০ রানের দারুণ ইনিংস। এরপর টনি ডি জর্জি ১৬ বলে ৩৩ ও জর্জ লিন্ডে ২২ বলে ৩৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ এনে দেন প্রোটিয়াদের। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একের পর এক উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে দলটি। ওপেনার বাবর ও অধিনায়ক সালমান আলী আগা দুজনেই ব্যর্থ—সালমান ৭ বলে মাত্র ২ রান করেন। সাইম আইউবের ৩৭ ও মোহাম্মদ নাওয়াজের ৩৬ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও তা জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে করবিন বোশ ছিলেন সবচেয়ে কার্যকর; তিনি মাত্র ১৪ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। সহায়তা করেন জর্জ লিন্ডে, যিনি ৩টি উইকেট নেন ৩১ রানে।

শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই অলআউট হয়ে যায় পাকিস্তান, ফলে ম্যাচটি ৫৫ রানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। জর্জ লিন্ডে নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড়।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন