অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, কাকিনাডায় তাণ্ডব
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে রাজ্যের কাকিনাডা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করে বলে নিশ্চিত করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। - খবর টাইমস অব ইন্ডিয়া।
আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলিপাত্নাম ও কলিঙ্গপত্নমের মাঝ দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে এবং তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে।
প্রবল ঝড়ের কারণে রাজ্য সরকার উপকূলীয় এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে ৮০০-রও বেশি ত্রাণকেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তার অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলের গর্ভবতী নারীসহ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে প্রস্তুত রাখা হয়েছে এক হাজার ইলেকট্রিশিয়ান। এছাড়া উদ্ধার অভিযানে সহায়তার জন্য ১৪০ জন সাঁতারু ও কয়েকটি উদ্ধারকারী নৌকা নিয়োজিত করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে