জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্ব দেন।
বৈঠকের সূত্রে জানা যায়, বিএনপি তাদের প্রতিনিধিদলের মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছিল। বিএনপি দাবি করেছে, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তাদের ভোটগ্রহণ সংক্রান্ত দায়িত্বে নিয়োগ দেওয়া উচিত নয়।
জামায়াতের পক্ষ থেকে এই দাবিকে ‘অযৌক্তিক ও অমূলক’ আখ্যা দেওয়া হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সেবামূলক ও অরাজনৈতিক এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই।” তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের দাবির কারণে নির্বাচনের পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, এর আগে ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং শূন্যপদে দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
এ বৈঠকে সিইসির সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে