নারী নির্যাতন বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য অঞ্চলে বেড়ে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
সোমবার সকাল ১০টার দিকে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন শাখার নেতা–কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, সম্প্রতি কাপ্তাই, মাটিরাঙা ও পানছড়ি এলাকায় একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগের বিষয়। এসব ঘটনায় অনেক ক্ষেত্রেই টাকার বিনিময়ে বা প্রথাগত উপায়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের আপস বা প্রথাগত বিচার প্রক্রিয়া চলতে দেওয়া যাবে না। তারা প্রশাসনের প্রতি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ এবং সমাজে নারী নির্যাতনবিরোধী সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
১০৬ বার পড়া হয়েছে