ভারতের মহড়ার আগে আকাশসীমা বন্ধ রাখছে পাকিস্তান
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৬:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের পশ্চিম সীমান্তে সামরিক মহড়ার প্রেক্ষিতে আগামী দুই দিন আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) জানায়, ২৮ ও ২৯ অক্টোবর প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টা করে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (২৭ অক্টোবর) পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, এই সিদ্ধান্ত মূলত সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সম্ভাব্য যৌথ সামরিক মহড়ার কারণে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারত ‘ত্রিশূল ২০২৫’ নামে একটি বৃহৎ যৌথ মহড়া আয়োজন করতে যাচ্ছে, যেখানে স্থল, নৌ ও বিমানবাহিনী একসঙ্গে অংশ নেবে। আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে গুজরাট ও রাজস্থানের সীমান্তবর্তী এলাকায়। ওই সময় ভারতও কিছু এলাকায় আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে ভারতের নিয়ন্ত্রিত পেহেলগাম এলাকায় পর্যটক হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
পরবর্তীতে ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়, যার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ পরিচালনা করে বলে দাবি করে। পাকিস্তানের দাবি, ওই অভিযানে ভারতের সাতটি যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ভূপাতিত করা হয়। প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
১১৩ বার পড়া হয়েছে