সর্বশেষ

জাতীয়

সংশোধিত বাজেট প্রণয়নে 'ব্যয় সাশ্রয়' নির্দেশ: অতিরিক্ত বরাদ্দ নয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এ সংক্রান্ত একটি পরিপত্র সোমবার জারি করা হয়েছে, যেখানে সকল মন্ত্রণালয় ও বিভাগকে ব্যয় সাশ্রয়ের নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, সংশোধিত বাজেটে কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি করতে পারবে না। বরাদ্দের সীমার মধ্যেই ব্যয় প্রাক্কলন করতে হবে। তবে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজন হলে একই খাতের ভেতরে এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে অর্থ স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে।

বিদেশ ভ্রমণ, গাড়ি ক্রয়সহ বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, চলমান সংকোচনমূলক অর্থনৈতিক নীতির কারণে গত কয়েক বছরের মতো এবারও ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধনের ধারা অব্যাহত থাকবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি খরচে বিদেশে সেমিনার, ওয়ার্কশপ বা প্রশিক্ষণে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে একান্ত প্রয়োজন হলে সীমিত পরিসরে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হবে। গাড়ি, জাহাজ ও বিমান কেনাও নিষিদ্ধ করা হয়েছে; তবে ১০ বছরের পুরোনো গাড়ির প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে নতুন গাড়ি কেনা যাবে।

এছাড়া পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণে ব্যয় বন্ধ থাকবে, যদিও উন্নয়ন বাজেটের আওতায় শর্তসাপেক্ষে খরচ করা যাবে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের সময় প্রকল্পের সংখ্যা সীমিত রাখাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি ব্যয় ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তাই কোন খাতে ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে তা যাচাই করে দেখা হচ্ছে। সংশোধিত বাজেটে এর প্রতিফলন দেখা যাবে আগামী ডিসেম্বরের মধ্যে।

সাধারণত অর্থবছরের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ মার্চে, সরকার সংশোধিত বাজেট প্রণয়ন করে থাকে। তবে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার তা আগেভাগে করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন