আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, একজন আহত
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)।
দুর্ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে আবুধাবির সিলা হাইওয়ে, বর্তমান খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে। আহত মোক্তার আলী জানিয়েছেন, ভোরে তিনি বন্ধু নাসির উদ্দিনকে নিয়ে হামিম এলাকার মাছ ধরতে যাচ্ছিলেন। পথে গাড়িতে সমস্যা দেখা দিলে তারা রাস্তার পাশে থামেন এবং সাহায্যের জন্য রুবেলকে ফোন করেন।
রুবেল আসার পর গাড়ির কুল্যান্ট পরীক্ষা করার সময় তিনজনই গাড়ির মাঝখানে অবস্থান করছিলেন। ঠিক তখনই একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি দুটিকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে নেয়। ধাক্কায় তিনটি গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল দগ্ধ হয়ে এবং নাসির মাথায় আঘাত পেয়ে মারা যান। মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত সত্ত্বেও বেঁচে যান এবং তাকে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নিহত রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেলের দুই ছেলে ও এক মেয়ে, আর নাসিরের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
পুলিশ ট্রাক এবং তার চালককে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের মধ্যে থাকায় দুর্ঘটনা ঘটে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতার পর নিহতদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
১১৪ বার পড়া হয়েছে