নিউইয়র্কে মেয়র নির্বাচনে মুসলিম প্রার্থী এগিয়ে, বিরোধিতা তুঙ্গে
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোটের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন।
এবারের নির্বাচনের প্রতি নজর গোটা দেশেই, কারণ প্রথমবারের মতো একজন মুসলিম প্রার্থী শহরের মেয়র পদে পৌঁছানোর সম্ভাবনা দেখাচ্ছেন।
মামদানি শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সেবা এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফের মতো প্রতিশ্রুতির মাধ্যমে। তিনি গাজায় ইসলাইলি হামলার সমালোচনায় স্পষ্ট মনোভাবও প্রকাশ করেছেন।
তবে প্রতিপক্ষরা তাকে সহজে গ্রহণ করতে নারাজ। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো মামদানিকে “ইসলামপন্থি” আখ্যা দিয়ে তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন হিসেবে আখ্যা দিয়েছেন।
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়ও তার নির্বাচনে অংশগ্রহণে শঙ্কা প্রকাশ করছে। টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন শহরের ১ হাজারের বেশি র্যাবাই সম্প্রতি এমন একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যাতে সাধারণ ইহুদি ভোটারদের মামদানিকে ভোট না দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।
নিউইয়র্কে এই মেট্রোপলিটন নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগাম ভোটের ফলাফল অনুযায়ী, মামদানির জয় সম্ভাবনা বেশি থাকলেও তার পথে রাজনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতা এখনও অগ্রাহ্য নয়।
১০৭ বার পড়া হয়েছে