সারাদেশ
যশোরের বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
যশোরে অজ্ঞাত যুবকের পানিতে ভেসে থাকা মরদেহ উদ্ধার
শেখ ফারহান সাদাফ, বেনাপোল
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে মেইন রোডের পাশে আজিজুর রহমানের পুকুরে লাশ ভাসতে দেখার পর তারা পুলিশকে খবর দেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছি। লাশের পরিচয় এখনও জানা যায়নি এবং নিহত যুবকের মৃত্যু পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়দের দাবী, সম্ভবত তাকে কেউ মেরে পুকুরে ফেলে দিয়েছে। পুলিশ এ ঘটনায় খোঁজ খবর নিচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর