সর্বশেষ

শিক্ষা

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতের ঘটনায় অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত ঘটে রোববার সন্ধ্যার পর। ড্যাফোডিল ইউনিভার্সিটির ‘ব্যাচেলর প্যারাডাইস হোস্টেল’-এর কাছে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী বসে থাকাকালে একজন শিক্ষার্থীর থুতু অসতর্কতাবশত ড্যাফোডিলের শিক্ষার্থীর শরীরে লাগে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।

রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশি অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের বাসে হামলা চালান। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে এবং তিনটি বিশ্ববিদ্যালয় বাস, একটি প্রাইভেট কারে আগুন দেন। এছাড়া আরও একটি বাস, দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর হয়।

ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়া জানান, এখনও নয় শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে আটকা আছেন। তিনি বলেন, “দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সন্তান। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

সিটি ইউনিভার্সিটির প্রক্টর অধ্যাপক আবু জায়েদ বলেন, “ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটেছে বলে মনে হচ্ছে। অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।”

উভয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাতভর আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন