সর্বশেষ

সারাদেশ

নড়াইলে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রতিনিধি

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

জানা গেছে, চলতি মাসের ১৫ অক্টোবর বিদ্যালয় ছুটির পর তরিকুল ইসলাম প্রাইভেট কোচিং দিতে গিয়ে একটি শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল আচরণ করেছেন। ওই সময়ে অন্যান্য তিন শিক্ষার্থীকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঘটনা প্রকাশ না পেতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রথমে চুপ ছিলেন। পরে ২১ অক্টোবর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর আওতায় ২২ অক্টোবর থেকে তরিকুল ইসলামের চাকরি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “ভিকটিম শিক্ষার্থীর নিরাপত্তা ও আইনের যথাযথ প্রয়োগের জন্য শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় মামলা করা হয়েছে।”

অভিযুক্ত শিক্ষককে এখনও গ্রেপ্তার করা যায়নি। নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, “তরিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।”

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, “সমাজের মানমর্যাদা উপেক্ষা করে আমরা মামলা করেছি, কিন্তু এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি।”

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন