মেট্রো দুর্ঘটনায় নিহত ১, মেট্রোসেবা বিঘ্নিত, তীব্র যানজট
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে এ দুর্ঘটনার পর মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তিন ঘণ্টা পর আংশিকভাবে রেল চলাচল শুরু হলেও এখন পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সেবা বন্ধ রয়েছে।
দুর্ঘটনার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে গণপরিবহনে যাত্রীর চাপ বেড়ে যায়, ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহন চলছে ধীরগতিতে। বিশেষ করে জাতীয় প্রেস ক্লাব, সচিবালয়, মৎস্য ভবন মোড়, শাহবাগ ও ফার্মগেট এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল সেবা চালু করা হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সেবা দ্রুত পুনরায় চালু করতে কাজ চলছে।
এদিকে মেট্রো রেলের সেবা বন্ধ থাকায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন। বিশেষ করে অফিস ছুটির সময় স্টেশনগুলোতে ভিড় বেড়ে যায়। যাত্রীরা বিকল্প হিসেবে বাসে উঠতে চেষ্টা করছেন, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।
উত্তরাগামী যাত্রী রোকসানা পারভীন বলেন, “অফিসে বসে দুর্ঘটনার কথা জানতাম না। বাইরে বের হয়ে মেট্রো স্টেশনে এসে জানতে পারি। এখন বাসেও ওঠার জায়গা নেই, সবগুলোই যাত্রীতে ঠাসা।”
ডিএমটিসিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
১১৩ বার পড়া হয়েছে