সর্বশেষ

আন্তর্জাতিক

এখনো শেষ হয়ে যাইনি : কমলা হ্যারিস, আবারও নির্বাচন করার ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী কমলা হ্যারিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখনো শেষ হয়ে যাইনি।”

গত বছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন কমলা হ্যারিস, যদিও শেষ পর্যন্ত পরাজিত হন। ২০২৮ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং অনেকেই মনে করছেন—সে দৌড়ে কমলার অংশ নেওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে কমলা বলেন, “নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম, তা এখন সত্য প্রমাণিত হচ্ছে। তিনি বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

তিনি আরও উল্লেখ করেন, দলের ভেতরকার জটিলতার কারণেই আগের নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য আসেনি। মূলত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন শেষ মুহূর্তে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোয় তাঁকেই (কমলাকে) দলের প্রার্থী করা হয়। দলীয় নেতাদের অনেকে মনে করেন, বাইডেনের বিলম্বিত সিদ্ধান্তের ফলেই নির্বাচনে পরাজয় ঘটে।

তবে বিশ্লেষকরা বলছেন, কমলা হ্যারিসের প্রচারণা কৌশল ও অর্থনৈতিক ইস্যুতে অবস্থান যথেষ্ট শক্তিশালী ছিল না, যা ভোটারদের আস্থা অর্জনে প্রভাব ফেলেছিল।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে কমলা হ্যারিস বলেন, “আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে রাজনীতিতে আমার পথচলা শেষ হয়নি। আমি সারাজীবন মানুষের সেবা করেছি—এটাই আমার অঙ্গীকার।”

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন