সর্বশেষ

জাতীয়

পুরান ঢাকায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গলায় জিআই তারের প্যাঁচ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুরান ঢাকার বংশাল এলাকার আগামাসি লেন থেকে সজীব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে একটি চারতলা ভবনের সিঁড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজীব স্থানীয় আহমেদ বাউনিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছিলেন।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে মোবাইল ফোনের সূত্রে সজীব বলে শনাক্ত করা হয়।

তিনি বলেন, “চারতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকা মরদেহের গলায় জিআই তার প্যাঁচানো ছিল। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজীবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজীবের বাড়ি ওই লেনেই। সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কিছুদিন তাবলিগ জামাতে যোগ দিতে দোহারে গিয়েছিলেন তিনি। গত শুক্রবার (২৪ অক্টোবর) বাসায় ফেরার পর শনিবার বিকেল ৩টার দিকে এক ফোনকল পেয়ে বের হন সজীব। কিছুক্ষণ পরই পরিবারের কাছে খবর আসে, কাছের একটি বাসার সিঁড়িতে তার মরদেহ পাওয়া গেছে।

ইসলাম অভিযোগ করেন, যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি সজীবের প্রেমিকার পরিবারের। ঘটনাটির পর থেকে ওই পরিবারের কেউই এলাকায় নেই। প্রায় ছয় বছর ধরে মেয়েটির সঙ্গে সজীবের সম্পর্ক ছিল, তবে মেয়েটির মামারা সম্পর্কটি মেনে নেননি। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে সজীবকে হত্যা করা হয়েছে।

এর আগে মাত্র ছয় দিন আগে (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরেকটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন