সর্বশেষ

সারাদেশ

মিয়ানমারের গুলিতে টেকনাফে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক বাংলাদেশি নারী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার কিছুক্ষণ আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তসংলগ্ন লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতের স্বামী আক্তার হোসেন জানান, “বাড়ি ফেরার পথে হঠাৎ আমার স্ত্রীর পায়ে গুলি লাগে। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন। তিনি বলেন, “গুলি লাগার ঘটনা আমরা নিশ্চিত হয়েছি। সীমান্তে বিজিবির সঙ্গে যোগাযোগ রক্ষা করে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।”

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, যার প্রভাব সীমান্তের বাংলাদেশ অংশেও পড়ছে। সূত্র অনুযায়ী, ওই এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।

স্থানীয় শিক্ষক রুহুল আমিন বলেন, “সম্প্রতি ওপারে সংঘর্ষ বেড়েছে। আমরা সীমান্তবাসী আতঙ্কে আছি। প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।”

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনাটি তারা অবগত রয়েছে এবং সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন