সর্বশেষ

সারাদেশ

খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বান্দরবানে মানববন্ধন করেছে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়।

শনিবার সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে ‘সর্বস্তরের খ্রিষ্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলা’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন চার্চ ও গির্জার পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক এবং খ্রিষ্টান শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য লাল জার লম বম। বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের নেতা জন ত্রিপুরা, ধিরেন্দ্র ত্রিপুরা, খুমি সম্প্রদায়ের নেতা লেলুং খুমিসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে” — এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার পাহাড়ের খ্রিষ্টান জনগোষ্ঠীর প্রতি ঘৃণা, বিভাজন ও অবিশ্বাস তৈরি করছে বলে তারা অভিযোগ করেন।

খ্রিষ্টান নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন