সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় সাব-ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় সাব-ডিলারদের (খুচরা সার বিক্রেতা) লাইসেন্স বহাল রাখা ও টিও (ট্রেড অপারেটর) লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শৈলকুপা উপজেলা মোড়ে সাব-ডিলার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর আলম বাদশা। এ সময় বিভিন্ন সাব-ডিলাররা তাঁদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার সাব-ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে তাঁদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা হুমকির মুখে পড়বে। তাঁরা জানান, জমিজমা বিক্রি করে ও ঋণ নিয়ে বহু বছর ধরে তাঁরা এই ব্যবসার সঙ্গে জড়িত। এখন লাইসেন্স বাতিল হলে তাঁদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধন থেকে সরকারকে অনুরোধ জানানো হয় সাব-ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। পাশাপাশি, যদি বাতিল করতেই হয়, তবে তাঁদের সরাসরি ডিলারশিপ লাইসেন্স প্রদানের দাবি জানান বক্তারা।

সারের উচ্চমূল্য ও কৃত্রিম সংকটের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাব-ডিলাররা বলেন, এসব সমস্যার দায়ভার তাঁদের নয়, মূল ডিলারদের উপর বর্তায়।

মানববন্ধন শেষে সাব-ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন এবং উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামানের কাছে পৃথকভাবে হস্তান্তর করা হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন