শৈলকুপায় সাব-ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় সাব-ডিলারদের (খুচরা সার বিক্রেতা) লাইসেন্স বহাল রাখা ও টিও (ট্রেড অপারেটর) লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শৈলকুপা উপজেলা মোড়ে সাব-ডিলার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর আলম বাদশা। এ সময় বিভিন্ন সাব-ডিলাররা তাঁদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকার সাব-ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে তাঁদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা হুমকির মুখে পড়বে। তাঁরা জানান, জমিজমা বিক্রি করে ও ঋণ নিয়ে বহু বছর ধরে তাঁরা এই ব্যবসার সঙ্গে জড়িত। এখন লাইসেন্স বাতিল হলে তাঁদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
মানববন্ধন থেকে সরকারকে অনুরোধ জানানো হয় সাব-ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। পাশাপাশি, যদি বাতিল করতেই হয়, তবে তাঁদের সরাসরি ডিলারশিপ লাইসেন্স প্রদানের দাবি জানান বক্তারা।
সারের উচ্চমূল্য ও কৃত্রিম সংকটের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাব-ডিলাররা বলেন, এসব সমস্যার দায়ভার তাঁদের নয়, মূল ডিলারদের উপর বর্তায়।
মানববন্ধন শেষে সাব-ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন এবং উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামানের কাছে পৃথকভাবে হস্তান্তর করা হয়।
১১৬ বার পড়া হয়েছে