সর্বশেষ

অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।

আজ শনিবার খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী এই আমদানি কার্যক্রম শুরু হয়েছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

এর অংশ হিসেবে প্রথম চালানটি নিয়ে ‘মাই নর্স স্ট্রাইড’ নামের একটি জাহাজ আজ শনিবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এ জাহাজে রয়েছে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত খালাস কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন