সর্বশেষ

রাজনীতি

বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে স্বাক্ষর হবে : আখতার হোসেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নিশ্চয়তা মিললে তবেই এতে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সদস্যসচিব আখতার হোসেন একথা জানিয়েছেন।

জাতীয় সংসদের এলডি হলে সকাল ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এনসিপি কমিশনের কাছে জানতে চায়—সনদটি কীভাবে বাস্তবায়ন করা হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সাংবিধানিক আদেশের খসড়া প্রণয়ন চলছে। তবে এনসিপি নেতাদের দাবি, সেই খসড়া তাদের দেখানো হয়নি।

আখতার হোসেন বলেন, “শুধু স্বাক্ষর করলেই জুলাই সনদ বাস্তবায়ন হবে না। বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে। কমিশন বলেছে আদেশের খসড়া প্রস্তুত হচ্ছে, কিন্তু তা উপস্থাপন না করায় আমরা আশাবাদী হতে পারিনি।”

তিনি আরও বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন ও আরপিও সংশোধনের প্রস্তাব থেকে সরে আসে, তাহলে সেটি বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ বলেই প্রতীয়মান হবে।

সম্প্রতি অনুমোদিত সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বলা হয়েছে, পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং জোটের প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিএনপি ও এর সহযোগী দলগুলো এই নিয়মের বিরোধিতা করলেও এনসিপি এবং জামায়াতে ইসলামি সংশোধনটিকে ইতিবাচক হিসেবে দেখছে।

আখতার হোসেন বলেন, “আরপিও সংশোধনের পর বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা এখন আইন মন্ত্রণালয়ে আপিল করতে চাইছে, যা প্রক্রিয়াগতভাবে সঠিক নয়।”

তিনি আরও সতর্ক করেন, কোনো রাজনৈতিক চাপের কারণে যেন জুলাই সনদ “কাগুজে দলিল” হয়ে না যায়। এনসিপির মতে, সংস্কার কার্যক্রম শেষ করে বিচার প্রক্রিয়ার রোডম্যাপ প্রকাশের পর নির্বাচন আয়োজন করা উচিত।

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারির বিরোধিতা জানিয়ে এনসিপি বলেছে, সংস্কারের জন্য গণভোটই যথেষ্ট। তবে আখতার হোসেনের মতে, শুধু গণভোট নয়—যে আদেশ জারি করা হবে, তাতে কী থাকবে তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, নইলে সংস্কার কার্যক্রমের আইনি সুরক্ষা পাওয়া যাবে না।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে অংশ নেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন