সর্বশেষ

প্রবাস

লিবিয়া থেকে ৩০৯ বাংলাদেশির দেশে ফেরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে অবস্থানরত ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা উপস্থিত থেকে ফিরতি যাত্রীদের স্বাগত জানান।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরত আসা প্রত্যেককে আইওএম-এর পক্ষ থেকে ছয় হাজার টাকা নগদ সহায়তা ও খাবার প্রদান করা হয়। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, ফিরে আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্রতারণার শিকার ছিলেন। তাদের ইউরোপে পাঠানোর মিথ্যা আশ্বাসে লিবিয়ায় নেওয়া হয়েছিল। সেখানে অবস্থানকালে অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রত্যাবাসন কার্যক্রমে বাংলাদেশ দূতাবাস (লিবিয়া), পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএম একযোগে কাজ করেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন