সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা আপাতত স্থগিত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ আপাতত স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখনই শুরু হচ্ছে না কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা।

শুক্রবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম।

এর আগে, গত ২৫ আগস্ট জাগো নিউজ-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছিল যে, কাজ পুরোপুরি শেষ না হলেও বিমানবন্দরটির ‘সফট ওপেনিং’ সম্পন্ন হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে জানা গেছে, সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়।

তবে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সরকারের পক্ষ থেকে ওই প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমানবন্দরটি আগের মতোই শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে।

বেবিচকের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান— অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। তাই সরকার সাময়িকভাবে আন্তর্জাতিক ঘোষণা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন