থাইল্যান্ডের কাছে প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলের হার
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে নেমে ৩-০ গোলের ব্যবধানে হারলেও লড়াকু মনোভাব দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে একটি গোল খেলেও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হার মেনে নিতে হয় শামসুন্নাহারদের।
ম্যাচের শুরুটা বেশ সতর্কভাবেই করে বাংলাদেশ। প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বিরতির আগে থাইল্যান্ডের আক্রমণ ঠেকাতে পারেননি লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে নামলেও শক্তিশালী প্রতিপক্ষের ধারাবাহিক আক্রমণে আরও দুই গোল হজম করতে হয় তাদের।
ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩তম, যেখানে বাংলাদেশ আছে ১০৪ নম্বরে। অভিজ্ঞতা ও দক্ষতায় পিছিয়ে থাকলেও আগের তুলনায় মেয়েদের পারফরম্যান্সে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ২০১৩ সালের এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে এই থাইল্যান্ডের বিপক্ষেই ৯-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশ নারী দল ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই এই প্রীতি ম্যাচগুলো তাদের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।
১১১ বার পড়া হয়েছে