সর্বশেষ

জাতীয়

কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমান পেলেন ‘অ্যাওয়ার্ড অব ফ্রিডম ২০২৪’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কবি, প্রাবন্ধিক, গবেষক ও কলামিস্ট অধ্যাপক গাউসুর রহমান ‘অ্যাওয়ার্ড অব ফ্রিডম ২০২৪’ লাভ করেছেন।

বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফ্রিল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FJAB) তাকে এ সম্মাননা প্রদান করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ হানিফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিত্রশিল্পী সন্ত সাহা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাজনাহার মিলি এবং বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ। এছাড়া পুরস্কারপ্রাপ্ত গাউসুর রহমান নিজেও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সম্মাননা তার সাহিত্য ও গবেষণা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন