সর্বশেষ

সারাদেশ

লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস স্মরণে পদ্মহেম ধামে সাধুসঙ্গ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাউল সম্রাট লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস স্মরণে মুন্সিগঞ্জের পদ্মহেম ধাম লালন সাঁই বটতলায় সাধুসঙ্গ করা হয়েছে।

এবারের ২০তম সাধুসঙ্গ আয়োজনের শিরোনাম ছিল “সত্য বল সুপথে চল ওরে আমার মন”, যা লালনের জীবনদর্শন ও মানবতাবোধকে তুলে ধরে।

অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায় সাঁইজির আগমনী আখড়া পরিবেশনের মধ্য দিয়ে। এসময় বটতলায় মিলিত হয়েছিলেন ভক্ত, গবেষক এবং সাধারণ মানুষ। গান ও আধ্যাত্মিক ভাবনার ছোঁয়ায় যেন শীতল নদীর ধারা বয়ে যায় বটতলায়। মিলন হবে কত দিনে গানের সঙ্গে জীবন্ত কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনকে নিয়ে নেচে গেয়ে মূল আয়োজন শুরু করেন বাউলরা।

জীবন্ত কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বক্তব্যে বলেন, আমি কৃতজ্ঞ যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে। আমি জীবনে একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে পারবো। যেটা আমি শহরে ফিরে গিয়ে বহু মানুষকে গল্প করতে পারবো যে এরকম একটা জায়গায় গিয়েছিলাম- এরকম এই বিষয়গুলো সেখানে হচ্ছে।

আফজাল হোসেন আরো বলেন, আমি একটা কথাই বলতে চাই যে, পৃথিবীতে যারা মহান মানুষ, কেউ কি নিজে চাইলেই মহান হতে চায়, পারে? আমি বললাম যে মহান হতে চাই, আমি চাইলেই কি পারবো? মানুষ আসলে মহান হয় না । মানুষ মানুষকে মহান বানায়। এই যে লালনের চর্চা হচ্ছে। কাজের মধ্য দিয়ে চেতনার মধ্যে দিয়ে ভাবনা-ভাষার মধ্য দিয়ে আজকে, সে-ই কবে ছেউড়িয়া নামে কুষ্টিয়ার এক গ্রামে গাছের নিচে বসে যে মানুষটি তার সাধনাটা শুরু করেছিলো - সেই সাধনা, সেইবানী তার শিষ্যরা বহন করে চলেছে কেন, সুন্দর কিছু না থাকলে, মহৎ কিছু না থাকলে? একটা বিষয় আমি বলে যাই, আলোচনা দীর্ঘ করবো না। আমার এটা অসাধারণ ভাল লাগছে যে, আমি অতি চমৎকার একটা ভাবনার জায়গায় আসতে পেরেছি। একটা জিনিস বলে যাই, যে মূল রাস্তা থেকে এই গ্রামটা, একটা সরু রাস্তা ধরে এসেছে। আমি বেঁচে থাকবো কিনা জানিনা। কিন্তু আমি নিশ্চিত, আমি বিশ্বাস করি, এই গ্রাম একদিন সারা পৃথিবীতে মানুষের একটা প্রেরণার জায়গা হবে। দেশ এবং সারা পৃথিবীর মানুষ এখানে আসবে। আমি বলে যাচ্ছি। একজন বা পাঁচজন মানুষ এখানে যেটা দেখেছে সেটা আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং পৃথিবীর আকর্ষনীয় একটা জায়গা হবে।

স্বাগত বক্তব্য দেন  পদ্মহেম ধাম লালন সাঁই বটতলার প্রতিষ্ঠাতা কবির হোসেন (কবির একতারা শাহ্)।

এসময় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলাত হোসেন উপস্থিত ছিলেন এবং বক্তব্যে লালনের আদর্শ ও সামাজিক চেতনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে রাজ্জাক বাউল সাঁইজির একটি দৈন্য গান পরিবেশন করেন। রাত ৮টায় শুরু হয় ধন্য প্রহরের গান, যা ইছামতী নদীর তীরে লোকসমাগমকে ভিড়ের ঢেউয়ে ঢেকে দেয়।

 

প্রথম পর্বের আলোচনা সঞ্চালনা করেন সাংবাদিক ও বাউল গবেষক রনজক রিজভী।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন