ঝিনাইদহে সড়ক দিবস উপলক্ষে চালকদের মাঝে হেলমেট বিতরণ

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ঝিনাইদহে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হেলমেট বিতরণ অনুষ্ঠানটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয়। এতে জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান-উল-কবীর, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আল মামুন, সড়ক পরিবহন কর্তৃপক্ষের মোটরযান পরিদর্শক সজীব সরকার, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান এবং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো ঝিনাইদহেও মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।”
১০৭ বার পড়া হয়েছে