ধামরাইয়ের শাকিলকে মালদ্বীপে জিম্মি করে মুক্তিপণ দাবি

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামের মৃত আব্দুর ছামাদের ছেলে শাকিল হোসেনকে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মালদ্বীপে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে ভাড়ারিয়া ইউনিয়নের সাইদপাড়া গ্রামের মালদ্বীপ প্রবাসী দালাল আব্দুর রাহিমের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের আশায় আব্দুর রাহিমের মাধ্যমে মালদ্বীপে যান শাকিল হোসেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তিনি দালালের খপ্পরে পড়েন। অভিযোগ রয়েছে, রাহিম ও তার সহযোগীরা শাকিলকে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন এবং মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছেন।
ভুক্তভোগী শাকিলের স্ত্রী জানান, “অভাব-অনটনের কারণে আমার স্বামী ভালো কাজের আশায় মালদ্বীপে গিয়েছিল। রাহিম আমাদের কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছিল। কিন্তু এখন সেখানে আমার স্বামী না পাচ্ছে খাবার, না পাচ্ছে কাজ। বরং তাকে জিম্মি করে রাখা হয়েছে। রাহিম হুমকি দিচ্ছে—যদি ১০ লাখ টাকা না দিই, তাহলে স্বামীকে দেশে ফিরতে দেওয়া হবে না।”
স্থানীয় এলাকাবাসী জানান, আব্দুর রাহিম দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে বিদেশে চাকরি দেওয়ার নামে দালালি করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। রাহিমের মা-ও এলাকায় ঘুরে বিভিন্ন লোকের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর দাবি, “রাহিম বিদেশে নেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগেও টাকার লেনদেন নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। আমরা চাই, শাকিলকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক এবং প্রতারক রাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
বর্তমানে শাকিলের পরিবার চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত শাকিলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়।
২২৬ বার পড়া হয়েছে