আইন-আদালত
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের দোষী সাব্যস্ত না করা হলে তা শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আসামিদের শাস্তি না হলে শহীদদের প্রতি অবিচার: অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের দোষী সাব্যস্ত না করা হলে তা শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই মাসে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এই অপরাধে সংশ্লিষ্টদের শাস্তি না দিলে শহীদ ও আহতদের আত্মত্যাগ ব্যর্থ হবে।”
এর আগের দিন, বুধবার (২২ অক্টোবর), শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
মামলাটিতে তিনজন আসামির বিরুদ্ধেই বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করা হয়।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর