প্রবাসীরা এবার জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়: মাওলানা ইকবাল

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ও পাবনা-৫ (সদর) আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন বলেছেন, “প্রবাসীরা এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বেই দেশকে নিরাপদ মনে করছেন।
তারা চান জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসুক।”
বুধবার (২২ অক্টোবর) বিকেলে আতাইকুলা কলেজ মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইকবাল হুসাইন আরও বলেন, “৫৪ বছরের ইতিহাসে প্রবাসীরা নানা দলকে ক্ষমতায় দেখেছেন। এবার তারা মনে করছেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জামায়াতই সবচেয়ে উপযুক্ত বিকল্প। অনেকে ছুটি নিয়ে দেশে এসে ভোট দেবেন, আর যারা ভিসাজনিত কারণে ফিরতে পারবেন না, তারা সরকারের বিশেষ ব্যবস্থার মাধ্যমে বিদেশ থেকেই ভোট দিতে পারবেন।”
সম্প্রতি এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আরও কয়েকটি দেশে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও প্রচার কার্যক্রম পরিচালনা করে দেশে ফেরেন।
তার দেশে ফেরার পর আতাইকুলা কলেজ মাঠে তাকে বরণ করতে হাজারো মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বিশাল মোটরসাইকেল বহর তাকে নিয়ে পাবনা টার্মিনাল হয়ে শহরের আব্দুল হামিদ রোড, গাছপাড়া মোড় অতিক্রম করে দারুল আমান ট্রাস্টের গেটে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার, পৌর আমির আব্দুল লতিফ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সদর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১০৫ বার পড়া হয়েছে