সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দৌলতপুর ক্লিনিকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দৌলতপুর ক্লিনিকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৌলতপুরের বেসরকারি ক্লিনিকগুলোর মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
দৌলতপুর ক্লিনিক মালিক সমিতির সভাপতি এ এইচ এম জুনাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজ হাসান বুলবুল, দপ্তর সম্পাদক সাব্বির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষভাবে দৌলতপুরের মানহীন ক্লিনিকগুলোর সেবা উন্নয়ন, সঠিক চিকিৎসা নিশ্চিতকরণ, নিয়মিত মনিটরিং এবং স্বাস্থ্যসেবার মান রক্ষা বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, ক্লিনিক মালিক সমিতি এই উদ্যোগগুলো নিয়মিতভাবে অব্যাহত রাখবে যাতে এলাকার মানুষ গুণগত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পেতে পারেন।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর