সর্বশেষ

জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষের প্রস্তাব !

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খানকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বুধবার আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।

শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত নথি অনুযায়ী, সাকিব খান নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে মোবাইল ফোনে ঘুষের প্রস্তাব দেন। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় সাইবার অপরাধ মনিটরিং টিম তথ্য পেয়ে বগুড়া শহরের নারুলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, সাকিব একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও তাঁর সহযোগীদের নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পদায়ন বা নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে আসছিল। তদন্ত কর্মকর্তার মতে, মামলার তদন্তাধীন থাকায় সাকিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জামিন পেলে তিনি পলাতক হতে পারেন, যা তদন্তকে ব্যাহত করবে।

সাকিব খানের আইনজীবী মেহেরুন্নেছা জানান, বুধবার আদালতে তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে। তবে বৃহস্পতিবার একই আদালতে পুনরায় জামিন আবেদন করা হবে এবং রোববার শুনানির আশা করা হচ্ছে।

অন্যদিকে, সাকিব খানের বাবা ফরহাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ভিত্তিহীন মামলায় আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। সে কোনো ঘুষ বা প্রতারণার সঙ্গে জড়িত নয়। সম্প্রতি সে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্ট দেওয়ায় তাকে হয়রানি করা হচ্ছে।”

এ ঘটনায় মঙ্গলবার বগুড়ায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশসহ সব ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়ে ওই কর্মসূচিতে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা অংশ নেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন