জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াত ও এনসিপির

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপির পক্ষে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্বাক্ষরের আগে এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চয়তা চান তারা। তিনি তিন দফা দাবি তুলে ধরেন—জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি করা, ‘নোট অব ডিসেন্ট’ বাতিল করা এবং সনদ অনুমোদনে গণভোট আয়োজন। এছাড়া তিনি নিরপেক্ষ নির্বাচন কমিশন, প্রশাসনে দলীয় প্রভাবমুক্ত পদায়ন ও শহীদ পরিবারের মামলাগুলোর অগ্রগতি বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।
অন্যদিকে, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে হবে এবং তা গণভোটের মাধ্যমে অনুমোদন করা জরুরি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
প্রধান উপদেষ্টা বৈঠকে উভয় দলকে আশ্বস্ত করেন যে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রশাসনে যেকোনো রদবদল তিনি নিজেই তদারকি করবেন এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান।
১১২ বার পড়া হয়েছে