বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যেসব আমদানিকৃত পণ্যের শুল্ক, ডিউটি ও ভ্যাট পরিশোধ করা হয়েছিল, তা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পণ্যের ক্ষতিপূরণ দেবে না সংস্থাটি।
ক্ষতিপূরণ বহন করবে পণ্য সংরক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২১ অক্টোবর) এনবিআরের সূত্রে এ তথ্য জানা যায়। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “কাস্টমস আইন, ২০২৩” অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি জানায়, অগ্নিকাণ্ডে দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল নষ্ট হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবেলায় তারা সরকারের কাছে ১৪ দফা প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে—শুল্ক ও কর ফেরত, এলসি-সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মওকুফ।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এলেও তা সম্পূর্ণ নেভাতে সময় লাগে প্রায় ২৭ ঘণ্টা। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা হতে পারে।
১০৭ বার পড়া হয়েছে