শিশুখাদ্য আমদানিতে শতভাগ বাধ্যবাধকতা শিথিল

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এই মার্জিনের হার নির্ধারণ করতে পারবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিভাগের পরিচালক মো. আলা উদ্দিন।
সার্কুলারে বলা হয়, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলায় এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণ ব্যবস্থাপনা সুরক্ষিত রাখতে কিছু নির্দিষ্ট পণ্য আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন আরোপ করা হয়। ওই তালিকায় ‘নন সিরিয়াল ফুড’ ও ‘প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়’ যেমন— টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।
তবে বাংলাদেশ ব্যাংকের নজরে আসে, কিছু ব্যাংক অত্যাবশ্যকীয় শিশুখাদ্যকেও ওই তালিকায় ফেলে ১০০ শতাংশ নগদ মার্জিন আদায় করছে, যা অনুচিত।
এ প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অত্যাবশ্যকীয় শিশুখাদ্য ওই আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকায় পড়ে না। তাই এসব পণ্যের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখা আর বাধ্যতামূলক নয়। এখন থেকে ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় ও গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করতে পারবে।
১০৬ বার পড়া হয়েছে