সর্বশেষ

মতামত

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন উড়াল শক্তি

মনজুর এহসান চৌধুরী
মনজুর এহসান চৌধুরী

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নেতৃত্বের আসন আরও সুদৃঢ় করছে US-Bangla Airlines.

সাম্প্রতিক সময়ে কোম্পানিটি বহরে যুক্ত করেছে তৃতীয় Airbus A330-300, একইসঙ্গে আঞ্চলিক রুটে নির্ভর করছে আধুনিক ATR 72-600 বিমানের উপর — এই দুই প্রজন্মের উড়োজাহাজে প্রতিফলিত হয়েছে দেশের বিমান শিল্পের দ্রুত বিকাশ।

নতুন Airbus A330: আন্তর্জাতিক রুটে গতি ও মর্যাদা
তৃতীয় Airbus A330 (রেজিস্ট্রেশন S2-ALD) স্পেনের টেরুয়েল থেকে ২১ অক্টোবর সকালে ঢাকায় পৌঁছায়। এটি একটি pre-owned বিমান, যা ইউরোপভিত্তিক প্রতিষ্ঠান Avolon এর কাছ থেকে dry lease চুক্তিতে যুক্ত হয়েছে। বিমানটি পূর্বে TAP Air Portugal ও Cebu Pacific-এর বহরে ছিল।

A330-300 মডেলটি ৪৩৬ জন যাত্রী বহনে সক্ষম এবং দু’টি Rolls-Royce Trent 772B ইঞ্জিনচালিত। ঘণ্টায় গড়ে ৫.৮ টন জ্বালানি পোড়ায়, যা প্রতি যাত্রী প্রতি ১০০ কিলোমিটারে প্রায় ৩.১ লিটার জেট ফুয়েলের সমান। এর রেঞ্জ ১১,৭৫০ কিলোমিটার, অর্থাৎ এটি সহজেই ঢাকা–জেদ্দা বা ঢাকা–রোম রুটে টানা উড়তে সক্ষম। নতুন বিমানটি মূলত মধ্যপ্রাচ্যের শহরগুলি — জেদ্দা, রিয়াদ, মদিনা ইত্যাদি রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
A330 বহরের সব তিনটি বিমানই লিজভিত্তিক, এবং এগুলোর রক্ষণাবেক্ষণ করছে মালয়েশিয়ার MAB Engineering Services, ভারী (C/D) পরিদর্শনসহ। ইঞ্জিনগুলোর নির্দিষ্ট পারফরম্যান্স পর্যবেক্ষণ আন্তর্জাতিক MRO পার্টনারদের মাধ্যমে সম্পাদিত হচ্ছে।

ATR 72-600: দেশের আঞ্চলিক রুটের নির্ভরযোগ্য মেরুদণ্ড
দেশীয় ও স্বল্প-দূরত্ব রুটে US-Bangla এখন সম্পূর্ণরূপে ATR 72-600 turboprop বিমানে নির্ভর করছে। প্রতিটি ATR বিমানে ৭২ আসন (সর্বোচ্চ ৭৮) থাকে, কেবিনটি “Armonia Cabin” ডিজাইনের।
ATR 72-600-এর সবচেয়ে বড় শক্তি তার অবিশ্বাস্য জ্বালানি দক্ষতা— ঘণ্টাপ্রতি মাত্র ৬৫০–৭৬০ কেজি জ্বালানি (প্রায় ৮৫০ লিটার) পোড়ায়। একই দূরত্বে আঞ্চলিক জেটবিমানের তুলনায় এটি ৪৫% কম জ্বালানি খরচ করে। এর ফলে প্রতি যাত্রী প্রতি ১০০ কিমিতে গড় জ্বালানি ব্যবহার হয় ২.৮ লিটার, যা পরিবেশবান্ধব আঞ্চলিক বিমান হিসেবে ATR-কে বিশ্বব্যাপী অগ্রগণ্য করেছে।

 

ATR বিমানের প্রতিটি লিজ চুক্তি সিঙ্গাপুরভিত্তিক Avation PLC-এর সঙ্গে dry lease আকারে সম্পাদিত। মাসিক লিজ খরচ গড়ে US$160,000–180,000, অর্থাৎ বছরে প্রায় ২২–২৪ কোটি টাকা।


পুরনো বহর ও নেপাল দুর্ঘটনার স্মৃতি
২০১৮ সালের কাঠমান্ডু দুর্ঘটনায় বিধ্বস্ত হয় Bombardier Dash 8-Q400 (S2-AGU), যেটিও লিজে আনা ছিল। এরপর থেকে US-Bangla ধীরে ধীরে সব Q400 বাদ দিয়ে ATR 72-600-এ স্থানান্তর করে। বর্তমানে কোম্পানির মোট ২৫টি বিমান আছে — ৩টি Airbus A330, ৯টি Boeing 737, এবং ১০টি ATR 72-600।

সারসংক্ষেপ
দীর্ঘ ও স্বল্প রুটের ব্যবস্থায় প্রযুক্তিগত বৈচিত্র্য এনে US-Bangla Airlines আজ নিজস্বভাবে গড়ে তুলেছে একটি পূর্ণাঙ্গ মিশ্র বহর। Airbus A330 আন্তর্জাতিক দূরত্ব অতিক্রমে শক্তি যোগাচ্ছে, আর ATR 72-600 দেশের ভেতর দ্রুত, নির্ভরযোগ্য ও জ্বালানিসাশ্রয়ী সংযোগ বজায় রাখছে — যা দেশের বিমান শিল্পে নতুন এক যুগের সূচনা নির্দেশ করছে।

লেখক : সাংবাদিক, কলামিস্ট

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন