ধর্ম
১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

স্টাফ রিপোর্টার
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন।
বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগের জন্য উল্লেখিত টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে, ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭।
এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে।
চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হলে ইসলামিক ফাউন্ডেশন থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তী হিজরি মাস গণনায় তা বিবেচনা করা হবে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর