সর্বশেষ

খেলা

মিরপুরে সিরিজ নিশ্চিত করতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল।

আজকের ম্যাচে একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ফলে বাংলাদেশ দলে চার স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। আগের ম্যাচের মতো এবারও স্পিননির্ভর পরিকল্পনায় মাঠে নেমেছে টাইগাররা।

স্পিনে জোর দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। তাদের একাদশে রয়েছে আকিল হোসেন, গুড়াকেশ মোতি, খেরি পেরি ও রোস্টন চেজ। প্রথম ম্যাচের পর দলে জায়গা হারিয়েছেন রোমারিও শেইফার্ড। একাদশে নতুনভাবে যুক্ত হয়েছেন আকিম আগুয়েস্তে ও আকিল হোসেন, যিনি রাতে ঢাকায় এসে দলে যোগ দেন।

প্রথম ওয়ানডে ম্যাচ হয়েছিল মিরপুরের সপ্তম উইকেটে। তবে আজকের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম উইকেটে। যদিও উইকেট পরিবর্তন হলেও, স্পিনারদের দাপট নিয়েই দুই দল আত্মবিশ্বাসী।

টসের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ জানান, “আমরা যদি ২৩০ থেকে ২৪০ রান করতে পারি, তাহলে ম্যাচ জয়ের ভালো সম্ভাবনা থাকবে। গত ম্যাচে আমরা অন্তত ৩০ রান কম করেছিলাম। আজ আমরা পুরো ৫০ ওভার ব্যাটিং করাই লক্ষ্য করছি।”

বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুড়াকেশ মোতি, খেরি পেরি, আকিল হোসেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন