লোহাগড়ায় গরু চুরির সময় পিকআপসহ দুইজন আটক

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় পিকআপভ্যানে করে গরু চুরির সময় ধাওয়া করে দুইজন চোরকে আটক করেছে পুলিশ। এসময় একটি চোরাই গরু ও ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মিজানুর শেখের ছেলে রুবেল শেখ (৩৮) এবং আসাদুজ্জামানের ছেলে মাসুদ রানা (৩৫)। তবে এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮টায় লোহাগড়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, সোমবার ভোরে থানার এসআই মাসুদুর রহমান ও এএসআই তজিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রিকালীন টহলে ছিল। এ সময় কুন্দসী মোড়ে একটি পিকআপভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ থামার সংকেত দেয়। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে চালক দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে।
পুলিশ ধাওয়া দিলে কালনা চর-করফা মাদরাসার সামনে গিয়ে গাড়িটি আটক করা হয়। গাড়িতে থাকা তিনজন পালিয়ে গেলেও রুবেল ও মাসুদকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত গরুটির আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। আটক দুইজনসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে